ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। তিনি আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক মাসিক সভায় যুদ্ধকালীন প্রশাসনিক কৌশল পুনরায় খতিয়ে দেখেছেন।
দু’ ঘণ্টা ব্যাপী বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন, পেন্টাগন প্রধান রবার্ট গেটস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন এবং মন্ত্রীসভার অন্যান্য সদস্য ও নিরাপত্তা প্রধানেরা উপস্থিত ছিলেন।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন ওবামা রণ কৌশল বিষয়ে নিরাপত্তা পরিষদের খসড়া প্রতিবেদন পড়ে দেখেন। আল-কায়েদা নেতৃত্ব, পাকিস্তান এবং আফগানিস্তান এ তিনটি প্রধান বিষয়ে জোর দিয়েছেন তিনি।
প্রতিটি বিষয়েই প্রেসিডেন্ট ওবামা বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যত কর্তব্য বিষয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৮ ঘণ্টা, ১৫ ডিসেম্বর,২০১০