নিউইয়র্ক: নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে ৠালি ও সমাবেশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাঙালিরা।
যুদ্ধপরাধী ও মানবতাবিরোধীদের বিচারে আইনসম্মত বিচারিক ট্রাইব্যুনাল স্থায়ীকরণ, সাক্ষীদের নিরাপত্তায় আইন ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে এ ৠালি ও সমাবেবেশের আয়োজন করেন মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশিদের ব্যানারে প্রবাসীরা।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের চলমান বিচার বানচাল ও আদালতের ঘোষিত রায় কার্যকর না করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত-শিবির। ”
একাত্তরে জামায়াতের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের উল্লেখ করে তারা আরও বলেন, “বিএনপি ও হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবির একাত্তরের মতোই আবারও জঘন্য কর্মকাণ্ডে নিয়োজিত হয়েছে। ”
সমাবেশে বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুর রাকিব মন্ডল প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. প্রদীপ কর, সরাফ সরকার, ফাহিম রেজা নূর প্রমুখ।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭ দফা প্রস্তাব গ্রহণ করা হয় সমাবেশে।
প্রস্তাবে মুক্তিযুদ্ধের ইতিহাসের সমন্বিত মিডিয়া সেন্টার ও আর্কাইভ নির্মাণ, অবিলম্বে চূড়ান্ত শুনানি করা মামলাগুলোর রায় ঘোষণা ও ঘোষিত রায় কার্যকর করা, জামায়াতের সব আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা, নারী নীতির বাস্তবায়ন, সংখ্যালঘু নির্যাতনে দোষীদের আইনে সোপর্দ করা এবং জিএসপি সুবিধা পুনর্বহালে প্রেসিডেন্ট ওবামাকে অনুরোধের প্রস্তাব ঘোষণা আকারে গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর