ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশুর উপর কসমেটিক টেস্ট নিষিদ্ধ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জুলাই ১, ২০১৩

নয়াদিল্লি: পশুদের উপর ‘কসমেটিক টেস্ট’ নিষিদ্ধ করল নয়াদিল্লি। পশু সুরক্ষা আইন মেনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ইস্যুতে অনেকদিন ধরেই পশুসুরক্ষায় যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলি আন্দোলনে নেমেছিল।

আইন পাস করাতে নিষিদ্ধ হল পশুদের উপর চলা নির্মম এ কসমেটিক টেস্ট। কসমেটিক টেস্টের জন্য ব্যতিক্রমী পদ্ধতির কথা ভাবা হয়েছে। তবে কোনভাবেই ইঁদুর কিংবা খরগোশের উপর কসমেটিক প্রয়োগ করা চলবে না বলে সাফ জানিয়েছেন পশুসুরক্ষা আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংসদ মেনকা গান্ধী।

কসমেটিক ইস্যুতে পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমাল (পেটার) সঙ্গে আন্দোলনে নেমেছিলেন মেনকা গান্ধী। পেটার আর্জিকে সমর্থন করেছিলেন ভারতের কংগ্রেস চেয়ারম্যান সোনিয়া গান্ধীসহ বিজেপি নেতা এল কে আদভানি।

দক্ষিণ-পূর্ব এশিয় দেশগুলির মধ্যে এই প্রথম ভারতেই নিষিদ্ধ হল কসমেটিক টেস্টে পশুর ব্যবহার। বিষয়টিকে ‘চূড়ান্ত জয়’ বলে জানাচ্ছেন পেটার সক্রিয় কর্মী অলোকপর্ণা সেনগুপ্ত। বিশ্বব্যাপী মোট ১২০০টি কসমেটিক সংস্থায় নিষিদ্ধ হয়েছে এ নির্মম নিয়ম।
    
এ আইনে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে ভারতের কসমেটিক সংস্থাগুলি। তাদের দাবি, যথেষ্ট সচেতনতার সঙ্গে পশুদের উপর কসমেটিক টেস্ট করা হয়।

কিন্তু পেটার সমীক্ষা বলছে, কসমেটিকের উপাদান যখন পশুদের উপর পরীক্ষা করা হয় তখন তাদের ত্বক জ্বলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু ঘটে। পরোক্ষভাবে কসমেটিক সংস্থাগুলি পশুহত্যা চালিয়ে যায়। এটা সরাসরি পশুসুরক্ষা আইন লঙ্ঘন ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, -এসএস eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।