ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের নতুন স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, জুলাই ১, ২০১৩
ভারতের নতুন স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী

নয়াদিল্লি: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নিয়ে সোমবার থেকে কাজ শুরু করলেন অভিজ্ঞ আইএএস অফিসার অনিল গোস্বামী। তিনি আর কে সিংয়ের স্থলাভিষিক্ত হলেন।

রোববার অনিল গোস্বামীর হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসর নিয়েছেন রাজকুমার সিং।

১৯৭৮ এর জম্মু-কাশ্মীর ক্যাডারদের মধ্যে তিনিই প্রথম ওই রাজ্য থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব পদে অভিষিক্ত হলেন। ২০১৫ সালের জুন অবধি তিনি এ পদে বহাল থাকবেন।

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে মন্ত্রিসভার মনোনয়ন কমিটি গোস্বামীর নাম চূড়ান্ত করে। ১৯৯০ সালে সরকার বৈষ্ণদেবী মন্দিরের দায়িত্ব নেওয়ার পর তিনি ওই কমিটির কার্যনির্বাহী অফিসার হন। জম্মুর ডিভিশনাল কমিশনার পদেও কর্মরত ছিলেন তিনি। একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিবের দায়িত্বভারও সামলেছেন। অতীতে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্বরাষ্ট্র ও রাজস্বসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নিয়েই অনিল গোস্বামী জানালেন, ইশরাত জাহান ‘ভুয়া হত্যা’ মামলায় আইবি ও সিবিআইয়ের মধ্যে গোয়েন্দা সংস্থার নির্দেশক রাজেন্দ্র কুমারের ভূমিকা নিয়ে যে টানাপোড়েন চলছে, সে বিষয়ক তথ্য-প্রমাণ খতিয়ে দেখবেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।