ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পলিপ্যাকে জাঙ্কফুড নিষিদ্ধ হিমাচলে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, জুলাই ২, ২০১৩
পলিপ্যাকে জাঙ্কফুড নিষিদ্ধ  হিমাচলে

নয়াদিল্লি : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে জাঙ্কফুডের। পটাটো চিপস, কুকিজ, চকোলেট, নুডলসের বিক্রিতে হিমাচল প্রদেশে আর পলিথিন প্যাকেট ব্যবহার করা যাবে না।



ব্যবহার করা যাবে না আইসক্রিম, চুইংগামেও। জুলাইয়ের শুরু থেকেই বিষয়টি নিষিদ্ধ হচ্ছে শৈলরাজ্যে চিমাচলে। তবে দুধ কিংবা সবজির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

এপ্রিলের শুরু থেকেই পলিথিন প্যাকেজিং নিষিদ্ধ করতে সরকারকে আদেশ দিয়েছিল হিমাচল প্রদেশ হাইকোর্ট। বিষয়টি বাস্তবে রূপায়িত করতে কিছুটা সময় চাওয়া হয়। বলা হয়, ব্যবসায়ীদের স্টক খালি করার জন্য সময় লাগবে।

সে জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিল হিমাচল প্রদেশ সরকার। সেই সময় এবার উত্তীর্ণ হয়েছে। ২ জুলাই থেকে পলিথিন প্যাকেজিং নিষিদ্ধ করেছে সরকার। তবে এর ফলে খাদ্যদ্রব্যের দাম কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কথা মাথায় রেখে আদালত জানায়, নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তুর ক্ষেত্রে পলিথিন প্যাকেজিং নিষিদ্ধ করা হচ্ছে না।

মূলত জাঙ্কফুড যেমন ওয়েফার, মিষ্টি, নুডুলস, চকোলেট, আইসক্রিম, লজেন্স, ফ্রুট জুস, বিস্কুট ও নিমকির ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী করা হবে। এসব খাবারের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির সঙ্গে ক্রেতাদের সমঝোতা করতে হবে। তবে ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ওপরও এই নিয়ম কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে আদালত।

বাংলাদেশ সময় : ১২৩৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
এস পি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।