ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী একটি কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে।
কাবুল পুলিশের প্রধান জেনারেল আইউব সলঙ্গির উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার সকালে চালানো এ হামলায় নিহতদের মধ্যে পাঁচজন নিরাপত্তারক্ষী ছিলেন, এদের চারজনই নেপালের নাগরিক।
পুলিশ জানায়, হামলাকারীরা বিস্ফোরক দ্রব্যভর্তি একটি ট্রাক নিয়ে হামলা চালায়। জানা গেছে, জঙ্গিরা ট্রাক নিয়ে কম্পাউন্ডের ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রবেশপথে তলাশ্লি চালায় নিরাপত্তারক্ষীরা। এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। জবাবে গুলি ছুঁড়ে নিরাপত্তাবাহিনীও। প্রায় আধা ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এ সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে গত সপ্তাহে রাজধানীর কঠোর নিরাপত্তাবেষ্টিত প্রেসিডেন্ট ভবনের পাশে নিরাপত্তাবাহিনীর গুলিতে এক বন্দুকধারী নিহত হয়।
মঙ্গলবার সকালে চালানো এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবানরা।
উল্লেখ্য, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে চলা এ ধরনের আত্মঘাতী হামলা দেশটির প্রশাসনকে ভাবিয়ে তুলছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর