ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, জুলাই ২, ২০১৩
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৯

ঢাকা: রাশিয়ার উত্তরাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ যাত্রী নিহত হয়েছে। দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সকালে এমআই-৮ নামের হেলিকপ্টারটি যাকুতিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়।



দেশটির আভ্যন্তরীন বিমান পরিবহন সংস্থা দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ২৫ জন যাত্রী ছিলেন। ৬ জন কোনো রকমে বেঁচে গেলেও বাকি ১৯ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।