ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জুলাই ২, ২০১৩
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, আহত ৫০

ঢাকা: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কয়েকটি ভবন ধ্বস ও অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।



যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক সময় সাতটা ৩৭ মিনিটে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্রটির উত্তরাঞ্চলে সুমাত্রার ‍আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ’র ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

বেনের মারিয়া জেলার লাম্পাহান শহরের একটি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইমা সুরিয়ানি বলেন, “আমরা এখন পর্যন্ত ৫০ জন আহত ব্যক্তিকে ভর্তি করিয়েছি। এরা ভবন ধ্বসে ও হুড়োহুড়ি করতে গিয়ে আহত হন। ”

তিনি বলেন, “আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ”

তবে এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০৪ সালে দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে অন্তত ১ লাখ ৭০ হাজার লোক নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৬১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।