ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিষিদ্ধই থাকলো এলটিটিই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, জুলাই ২, ২০১৩
নিষিদ্ধই থাকলো এলটিটিই

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন ফর তামিল টাইগার এলম (এলটিটিই) নিষিদ্ধ ঘোষণার পুরনো সিদ্ধান্ত বহাল রাখলো মাদ্রাজ হাইকোর্ট।

কেন্দ্রীয় সরকারের প্রায় তিন বছর আগে এ সংগঠনকে নিষিদ্ধ করে।

মাদ্রাজ হাইকোর্টের পক্ষে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, ২০১০ সালের ১৪ মে লিবারেশন ফর তামিল টাইগার এলমের মতো সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যথেষ্টই যুক্তিসংগত।

এলটিটিই-র উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কয়েক বছর আগেই আদালতের দ্বারস্থ হন এমডিএমকে নেতা ভাইকো এবং টিডিআই নেতা পাজহা নেদুমারাণ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।