নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন ফর তামিল টাইগার এলম (এলটিটিই) নিষিদ্ধ ঘোষণার পুরনো সিদ্ধান্ত বহাল রাখলো মাদ্রাজ হাইকোর্ট।
কেন্দ্রীয় সরকারের প্রায় তিন বছর আগে এ সংগঠনকে নিষিদ্ধ করে।
এলটিটিই-র উপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কয়েক বছর আগেই আদালতের দ্বারস্থ হন এমডিএমকে নেতা ভাইকো এবং টিডিআই নেতা পাজহা নেদুমারাণ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর