ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে মাওবাদী গেরিলাদের হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি সভা শেষ করে দুমকায় নিজের কার্যালয়ে ফেরার পথে পাকুর পুলিশের প্রধান অমরজিত বালিহার ও তার নিরাপত্তা বহরকে লক্ষ্য করে হামলা চালায় মাওবাদী সন্ত্রাসীরা।
পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে অবস্থিত পাকুর মাওবাদী অধ্যুষিত না হলেও দুমকা-পাকুর সীমান্তে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মাওবাদী গেরিলারা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর