ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে পৃথক বোমা হামলায় নিহত অন্তত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৭, জুলাই ৩, ২০১৩
ইরাকে পৃথক বোমা হামলায় নিহত অন্তত ৪৬

ঢাকা: ইরাকের রাজধানীসহ কয়েকটি এলাকায় পৃথক বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

মূলত শিয়া অধ্যূষিত অঞ্চলগুলোকেই এ হামলার লক্ষ্যবস্তু করা হয়।



জানা যায়, মঙ্গলবার ইরাকের সাব জেলার শিয়া মার্কেট লক্ষ্য করে ভয়াবহ দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত নয়জন নিহত হন।

এ ছাড়া রাজধানী বাগদাদে মার্কেট ও বাণিজ্যিক এলাকায় পর কয়েকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ৩০ জন নিহত হন।

এ বাদেও শিয়া অধ্যূষিত বসরা, আমারা ও সামাওয়ায়তে অন্তত তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

উত্তর-পূর্ব বাগদাদের বাকুবায় আত্মঘাতী বোমা হামলায় চার জন নিহত হয়েছেন। এর আগের দিন এখানেই একটি কফি শপে গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হন।  

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ইরাকে সহিংস ঘটনা ঘটেই চলেছে। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ বছরের এপ্রিল পর্যন্ত মোট আড়াই হাজার সাধারণ মানুষ বোমা হামলায় নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।