ঢাকা: পাকিস্তানের দুর্গম পাহাড়ি সীমান্তের কাছে মার্কিন বিশেষ বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বুধবার সকালে এ হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর ওয়ারিজিস্তানের রাজধানী মিরানশাহের প্রধান মার্কেটের কাছে একটি বাড়িকে লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে হতাহতদের পরিচয় এখনও অজ্ঞাত।
এ বছরের শুরুতে মার্কিন ড্রোন হামলা বাড়তে থাকলেও দেশটির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ড্রোন হামলাবিরোধী নওয়াজ শরীফের ক্ষমতা গ্রহণের পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।
নির্বাচনী ইশতিহার অনুযায়ী জয়লাভের পর পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে শিগগির ড্রোন হামলা বন্ধ করতে মার্কিন কর্তাদের প্রতি আহবান জানান নওয়াজ শরিফ।
উল্লেখ্য, মার্কিন বিশেষ বাহিনীর পক্ষ থেকে তালেবান নিধন অভিযান বলা হলেও এসব ড্রোন হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর