ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে সরকারি ভবনে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, জুলাই ৩, ২০১৩
মুম্বাইয়ে সরকারি ভবনে অগ্নিকাণ্ড

ঢাকা: ভারতের দক্ষিণ মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

তবে ঘটনাস্থলে আটটি ফায়ার ইঞ্জিন ও ১০টি জলকামান কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার দুপুর পৌনে বারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কোন তলা বা কীসের থেকে আগুনের সূত্রপাত হয় এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে বেশ কিছু সরকারি অফিস রয়েছে। তবে কেউ ভবনের ভেতরে আটকা পড়েছেন কিনা বা কতোসংখ্যক কর্মকর্তা-কর্মচারি অফিসে অবস্থান করছিলেন এ ব্যাপারেও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।