ঢাকা: ভারতের দক্ষিণ মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার দুপুর পৌনে বারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কোন তলা বা কীসের থেকে আগুনের সূত্রপাত হয় এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে বেশ কিছু সরকারি অফিস রয়েছে। তবে কেউ ভবনের ভেতরে আটকা পড়েছেন কিনা বা কতোসংখ্যক কর্মকর্তা-কর্মচারি অফিসে অবস্থান করছিলেন এ ব্যাপারেও কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর