ঢাকা: ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে সংলাপের আয়োজন করছে মিশরের সেনাবাহিনী।
প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিরোধীদেরকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেয় দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যদি জনগণের স্বার্থে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে ‘দেশ ও জনগণের’ স্বার্থে হস্তক্ষেপ করতে বাধ্য হবে সেনাবাহিনী।
সেনাবাহিনীর আলটিমেটাম প্রত্যাখ্যান করে মঙ্গলবার সন্ধ্যায়ই রাষ্ট্রিয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মুরসি জানান, তিনি হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট। তাই পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।
মুরসি আরও বলেন, সংবিধান সমুন্নত রাখতে এবং দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত তিনি।
প্রেসিডেন্ট মুরসি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার সরকার বদ্ধপরিকর বলেই বিরোধীদলগুলো সভা-সমাবেশ করার অনুমতি পাচ্ছে। জাতীয় স্বার্থে সকল পক্ষ ও গোষ্ঠীর সঙ্গেই তার সরকার আলোচনায় প্রস্তুত বলে জানান মুরসি।
গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভে বুধবার পর্যন্ত সহিংসতায় ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকপন্থি, ধর্মনিরপেক্ষ ও বাম দলগুলোর অভিযোগ ক্ষমতা গ্রহণের পর অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন মুরসি এবং সরকার পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।
অপরপক্ষে এক সময়ের নিষিদ্ধঘোষিত মুরসির দল মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হচ্ছে, পাশ্চাত্যের ইশারায় গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত একটি ইসলামপন্থি সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চলছে।
দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজ রাতের মধ্যেই নির্ধারিত হতে পারে মিশরের ভবিষ্যৎ!
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর