ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের নাগপুরে কৃষকদের জন্য বিশ্ববিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, জুলাই ৩, ২০১৩

নয়াদিল্লি: কৃষি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় শিক্ষার প্রয়োজনের কথা বিবেচনা করে ভারতের নাগপুরে শুধু কৃষকদের জন্য নির্মিত হলো অরবিন্দ কৃষি বিশ্ববিদ্যালয়।

এটি ভারতের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে অবাধ প্রবেশাধিকার থাকবে গ্রামীণ কৃষকদের।

২০১৪ সালের শুরুতেই এ কৃষি বিশ্ববিদ্যালয়টি চালু হবে বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুকুল গাইকোয়ার।

চিরাচরিত সূচিপত্র এ বিশ্ববিদ্যালয়ে মেনে চলা হবে না। মূলত গ্রামীণ কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে সূচিপত্র সাজানো হবে। এর মধ্যে প্রাধান্য পাবে কৃষি সেচ প্রকল্প, চাষে প্রযুক্তির ব্যবহার প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
এস পি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।