ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্নোডেনের খোঁজে বলিভিয়া প্রেসিডেন্টের বিমানে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জুলাই ৩, ২০১৩
স্নোডেনের খোঁজে বলিভিয়া প্রেসিডেন্টের  বিমানে তল্লাশি

ঢাকা: বলিভিয়ার প্রেসিডেন্টের বিমানে করে রাশিয়া ছাড়ছে এডওয়ার্ড স্নোডেন-এ আশঙ্কায় ইভো মোরলেসের বিমানে তল্লাশি চালানো হয়েছে। ইভো মোরলেসকে বিমানকে নিজ আকাশ সীমায় উড়তে দেয়নি ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও ইতালি।

এতে বেজায় চটেছেন ইভো মোরলেস।

এমন আচরণের জন্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করার কথা বলেছেন বলিভীয় প্রেসিডেন্ট।

মস্কো থেকে বুধবার নিজ দেশে ফিরছিলেন ইভো মোরলেস। মস্কো থেকে উড়াল দেওয়ার পর তার বিমানটি অস্ট্রিয়া অবতরণ করানো হয়। স্নোডেন আছে এমন তথ্যের ভিত্তি মোরলেসের বিমানে তল্লাশি চালায় ভিয়েনার বিমানবন্দর কর্তৃপক্ষ।

কিন্তু স্নোডেনকে পাননি তল্লাশিকারীরা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি তথ্য ফাঁসকারী স্নোডেন এখনও মস্কোর সেরেমেতইয়েভো বিমানবন্দরে রয়েছেন।

মোরলেস বলেন, “এসব দেশের সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের মহাসচিব বরাবর নিন্দা জানানোর প্রস্তুতি শুরু করেছি আমরা। ”

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য স্নোডেন বলিভিয়া, কিউবা, ইকুয়েডর, ব্রাজিলসহ বিশ্বের ২১টি দেশে আশ্রয়ের আবেদন করেছে। রাশিয়ার কাছে আশ্রয়ের আবেদন করলেও তা প্রত্যাহার করে নিয়েছেন স্নোডেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।