ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখলে নিয়েছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জুলাই ৩, ২০১৩
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখলে নিয়েছে সেনাবাহিনী

ঢাকা: মিশরীয় রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান কার্যালয় দখলে নিয়েছে সামরিক বাহিনী। এর আগে কায়রোর ওই ভবন ছেড়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়।



বিবিসির এক সংবাদদাতার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের কর্মকর্তারা জানিয়েছে, সামরিক কর্মকর্তারা টেলিভিশনের বার্তাকক্ষে রয়েছেন। তারা সম্প্রচারের জন্য আধেয়গুলো পর্যবেক্ষণ করছেন। তবে এ পর্যন্ত কোনো আধেয় জব্দ করেননি সামরিক কর্মকর্তারা।

এপি জানিয়েছে, কর্মকর্তরা ভবনের ভেতরে অনেক সেনাকর্মকর্তার কথা বললেও বাইরে তেমন সেনাসদস্য নেই।

এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি উতপ্ত হওয়ায় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেওয়া দুই দিনের আল্টিমেটাম পার হওয়ার শেষ মুহূর্তে নিজ উদ্যোগে মুরসির সঙ্গে আলোচনা শুরু করেছে সেনাবাহিনী।

গ্রিনিচমান সময় ১৪টা ৩০ মিনিটে আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর নিজেরা একটি বিবৃতি দেবে বলে জানায় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।