ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লেজিটিম্যাসি মুরসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, জুলাই ৩, ২০১৩
লেজিটিম্যাসি মুরসি

ঢাকা: হোসনি মোবারককে ক্ষমতা থেকে সরানোর পর এবার মোহাম্মদ মুরসিকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনে নেমেছেন মিশরের জনগণের একাংশ। মুরসির এক বছর হয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার।



এরই মধ্যে বারবার তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। কিন্তু এ সপ্তাহে শুরু হওয়া আন্দোলন চলছে ব্যাপক হারে। মিশরের ভবিষ্যত নিয়ে শঙ্কিত অনেকে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’-এর তকমা দিয়েছে অনেক মিশরীয়।

মুরসি আন্দোলনকারীদের উদ্দেশ্যে মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেব ক্ষমতায় থাকার তার সাংবিধানিক বৈধতা (লেজিটিম্যাসি) রয়েছে।

গত বছরের ৩০ জুন ক্ষমতা নেওয়ার পর থেকে ভাষণ দেওয়া পর্যন্ত ৫৬ বার ‘বৈধতা’ শব্দটি ব্যবহার করেছে মোহাম্মদ মুরসি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।