ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আম-আদমি পার্টির প্রার্থী অধিকাংশ কোটিপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুলাই ৩, ২০১৩

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দুটি প্রার্থী তালিকা প্রকাশ করল অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টি। চমকে যাওয়া তালিকায় রয়েছে একের পর এক কোটিপতির উপস্থিতি।



একজন এমবিবিএস প্রার্থী  দুধের ব্যবসায়ী। অন্যজন কোটিপতি কৃষক। দেশের আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি দমন আন্দোলনের পথিক কেজরিওয়ালের দলেই রয়েছে কোটিপতিদের ভিড়।

এ ভিড়ে রয়েছেন খোদ কেজরিওয়ালও। তার সম্পত্তির পরিমান এক কোটি টাকারও বেশি। গুরগাঁওয়ে তার একটি কোটি টাকা মূল্যের ফ্ল্যাট রয়েছে। গাজিয়াবাদের ইন্দিরাপুরমের ৭০ লাখ টাকা মূল্যের প্লট। কেজরিওয়াল নিজে গাজিয়াবাদের কৌসম্বিতে সরকারি ফ্ল্যাটে থাকেন।
 
দলের প্রার্থী তালিকা ঠিক করা হবে দুভাবে। প্রথমত, দলের শীর্ষ নেতৃত্ব সমস্ত  আবেদন খতিয়ে দেখার পরই প্রার্থী তালিকা বাছাই করা হবে এবং তা দলের ওয়েবসাইটে আপলোড করা হবে। এরপর ভোটারদের কাছ থেকে আসা মতামতের ওপর ভিত্তি করে সর্বশেষ প্রার্থী তালিকা ঠিক করা হবে।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত যে আসন থেকে লড়াই করবেন তিনিও সেই একই আসনে লড়াই করবেন। ‘

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।