ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশর নিয়ে বিশ্বমহলে মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, জুলাই ৪, ২০১৩
মিশর নিয়ে বিশ্বমহলে মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা: সামরিক অভ্যুত্থানে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সরকারের পতনের পর দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা।

এক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মিশরের বর্তমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে দেশটির রাজনৈতিক পরিস্থিতির দ্রুত স্থিতিশীলতা কামনা করেছেন।

তিনি দ্রুত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

অন্য দিকে, মিশরে আবারও সামরিক হস্তক্ষেপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক মিশরের সর্বশেষ ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগের কথা জানিয়ে দ্রুত বেসামরিক জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

মিশর পরিস্থিতির দ্রুত স্থিতিশীলতা কামনা করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এক বিবৃতিতে বলেছেন, “এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ধৈর্য্য ধারণ করতে এবং সহিংসতার পথ এড়িয়ে চলতে আমরা সকল পক্ষের প্রতি আহবান জানাচ্ছি। ”

ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আঞ্চলিক সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন আস্টন এক বিবৃতিতে বলেছেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত ফিরে যাওয়ার জন্য আমরা মিশরের সকল পক্ষের প্রতি আহবান জানাচ্ছি। ” এ জন্য দ্রুত অবাধ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করার আহবানও জানান তিনি। এছাড়া, যেকোনো ধরনের সহিংস আন্দোলনের নিন্দা জানান ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিক।

মিশরের সামরিক অভ্যুত্থানের খবর পাওয়ার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ফ্যাবিয়াস এক বিবৃতিতে বলেছেন, “মিশরের বর্তমান পরিস্থিতি চরম উদ্বেগজনক। তবে আশার কথা হলো শেষ পর্যন্ত নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ”

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নিজেদের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে যাতে মিশরীয়রা নতুন নেতা নির্বাচিত করতে পারেন সে পথ যত সুগম হয় ততই ভাল। ”

এ দিকে, মিশরের নতুন অন্তবর্তী সরকারের প্রধান হতে যাওয়া সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মনসুরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ। আদলি মনসুর যাতে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেই কামনা করেন সৌদি বাদশাহ।

মিশরীয় প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার একটি রাষ্ট্রিয় সংবাদপত্রে প্রকাশিত বিবৃতিতে আসাদ বলেন, “মিশরীয় জনগণ তাদের নেতার বিরুদ্ধে যে আন্দোলন করেছে তাতে প্রমাণিত হয়েছে ‘রাজনৈতিক ইসলামের’ সময় শেষ হয়ে গেছে। ”

মিশরের বর্তমান পরিস্থিতিকে ‘পরিবর্তন’ উল্লেখ করে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই পরিবর্তনের জন্য মিশরীয় সেনাবাহিনীর প্রশংসাও করে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহায়ান।

এছাড়া, মিশরের বর্তমান অচলাবস্থায় ধৈর্য্য ধারণ করতে সকল পক্ষের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন আলজেরিয়া, তিউনিসিয়া, কাতার সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।