ঢাকা: সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ছে মিশরে। সাম্প্রতিক অস্থিরতায় মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, গত চারদিন ধরে মুরসিবিরোধীরা কায়রোর রাজপথে বিক্ষোভ করছে। প্রেসিডেন্টের পক্ষে সভা-সমাবেশ করেছে মুসলিম ব্রাদারহুডের কর্মীরাও।
বুধবারের আগ পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষে নিহত হয় বেশ কয়েকজন নিহত হলেও সেনা অভ্যুত্থানের ঘোষণার পর বুধবার থেকে উত্তরাঞ্চলীয় শহর ‘মারসা মাতরোহ’, আলেক্সান্দ্রিয়া ও কায়রোসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতায় অন্তত আরও ৩২ জন নিহত হয়েছে।
এ দিকে, মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ এল-হাদাদ সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, “রাজধানীর মধ্যাঞ্চলে মুরসি সমর্থকদের ক্যাম্পে মেশিন গান নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ” তবে সেখানে কারও প্রাণহানি হয়েছে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।
উল্লেখ্য গতরাতে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনা অভ্যুত্থান ঘোষণা করে দেশটির সেনাবাহিনী। প্রেসিডেন্ট মুরসি এখন সেনাবাহিনীর নজরদারিতে গৃহবন্দি রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর