ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন চরবৃত্তি নিয়ে অবস্থান বদল ভারতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জুলাই ৪, ২০১৩

নয়াদিল্লি: আমেরিকায় ভারতীয় দূতাবাসের উপর মার্কিন সংস্থার চরবৃত্তি নিয়ে কড়া অবস্থান নিলো ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বৃহস্পতিবার জানান, এ সংক্রান্ত রিপোর্ট তারা গণমাধ্যমে পড়েছেন যে, ভারতসহ বিভিন্ন দেশের হাইকমিশনে আড়ি পাতছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি।

এ বিষয়ে মার্কিনদের কাছ থেকে কৈফিয়েত দাবি করছে ভারত।

ভারত সরকার অভিযোগগুলি অত্যন্ত গুরুতর বলেই মনে করছে বলে এদিন জানান সৈয়দ আকবরউদ্দিন।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ মার্কিনদের আড়িপাতাকে অনেকটা লঘু করে দেখিয়েছিলেন। তার বক্তব্য ছিল, বাস্তবে কোনো চরবৃত্তি করেনি আমেরিকা। সন্ত্রসাবাদীদের খোঁজ পাওয়ার জন্যেই কিছু তথ্য সংগ্রহ করেছে।

তবে এর পরেই দেশে বিতর্কের ঝড় ওঠে। প্রতিবাদ করে বিজেপি ও বাম পার্টিরা। সে কারণেই কেন্দ্র কিছুটা অবস্থান বদল করলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, এডওয়ার্ড স্লোডেনকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার বিষয়ে এদিন ভারত সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।