নয়াদিল্লি: আটটি এফডিআই প্রস্তাবে বৃহস্পতিবার অনুমোদন দিলো ভারতের ইউপিএ সরকার। আনুমোদিত প্রস্তাবে মোট বরাদ্দের পরিমাণ এক হাজার তিনশ’ ১১ কোটি ৫৪ লাখ টাকা।
টেলিনর মোবাইল কমিউনিকেশনকে টেলিকম সেক্টরে যৌথ ব্যবসা শুরু করার জন্য ছাড়পাত্র দেওয়া হয়েছে। এ প্রকল্পে হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় সংস্থা। অন্য যেসব প্রকল্প এদিন ছাড়পত্র পেয়েছে সেগুলি হলো- মাহলে হোল্ডিং লিমিটেড ও কলকাতার সংস্থা শ্রেই ইনফ্র্যাকস্টাকচার।
এই সংস্থাকে ওয়াইট লেবেল এটিএম চালু করার ছাড়পত্রও এদিন দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইউকের সংস্থা অ্যাভিভা সলিউশানসকেও একটি সফটওয়্যার সংস্থা খোলার ছাড়পত্র দিয়েছে নয়াদিল্লি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট দশটি আবেদন মুলতবি করা হয়েছে। ছটি আবেদন খারিজ করেছে নয়াদিল্লি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর