ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আটটি এফডিআই প্রস্তাবে ছাড়পত্র নয়াদিল্লির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জুলাই ৪, ২০১৩
আটটি এফডিআই প্রস্তাবে ছাড়পত্র নয়াদিল্লির

নয়াদিল্লি: আটটি এফডিআই প্রস্তাবে বৃহস্পতিবার অনুমোদন দিলো ভারতের ইউপিএ সরকার। আনুমোদিত প্রস্তাবে মোট বরাদ্দের পরিমাণ এক হাজার তিনশ’ ১১ কোটি ৫৪ লাখ টাকা।

ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের সুপারিশের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

টেলিনর মোবাইল কমিউনিকেশনকে টেলিকম সেক্টরে যৌথ ব্যবসা শুরু করার জন্য ছাড়পাত্র দেওয়া হয়েছে। এ প্রকল্পে হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় সংস্থা। অন্য যেসব প্রকল্প এদিন ছাড়পত্র পেয়েছে সেগুলি হলো- মাহলে হোল্ডিং লিমিটেড ও কলকাতার সংস্থা শ্রেই ইনফ্র্যাকস্টাকচার।

এই সংস্থাকে ওয়াইট লেবেল এটিএম চালু করার ছাড়পত্রও এদিন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইউকের সংস্থা অ্যাভিভা সলিউশানসকেও একটি সফটওয়্যার সংস্থা খোলার ছাড়পত্র দিয়েছে নয়াদিল্লি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট দশটি আবেদন মুলতবি করা হয়েছে। ছটি আবেদন খারিজ করেছে নয়াদিল্লি।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।