ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোপন দলিল ফাঁস করার অঙ্গীকার অ্যাসাঞ্জের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০
গোপন দলিল ফাঁস করার অঙ্গীকার অ্যাসাঞ্জের

লন্ডন: উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ নিজেকে নির্দোষ প্রমাণ এবং একইসঙ্গে গোপন দলিল ফাঁস করে দেওয়ার কাজ চালিয়ে যাবেন বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার লন্ডনের হাইকোর্টে জামিনে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমি আমার কাজ চালিয়ে যাব বলে আশা করছি।

এ ব্যাপারে নিজেকে নির্দোষ বলেও দাবি করে যাবো। ’

অ্যাসাঞ্জ ও তার আইনজীবীরা জোরারোপ করে বলেন যে, ব্রিটেন থেকে অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে অর্পণ করা হলে যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে তাকে তিনি জিজ্ঞাসাবাদ করা হবে। এ সংক্রান্ত দুই নারীর দায়ের করা মামলা রাজনৈতিক প্ররোচনায় করা হয়েছে।

লন্ডন কোর্টের বাইরে ক্যামেরার ফাশের মধ্যে অ্যাসাঞ্জ তার সমর্থকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘আমার প্রতি যারা আস্থা রেখেছে তাদের ধন্যবাদ। আমি যখন দূরে ছিলাম তারা আমার দলকেও সমর্থন দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।