ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে অন্তবর্তী সরকার প্রধান আদলি মনসুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জুলাই ৪, ২০১৩
মিশরে অন্তবর্তী সরকার প্রধান আদলি মনসুর

ঢাকা: প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতির নাম ঘোষণা করেছেন সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল-সিসি।

সেনাপ্রধানের ভাষ্যমতে দেশটির অন্তবর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন গত সোমবারই প্রধান বিচারপতি পদে নিয়োগ পাওয়া আদলি মনসুর।



টেলিভিশন ভাষণে আদলি মনসুরের নাম ঘোষণার পর সেনাপ্রধান বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব পালন করবেন তিনি।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার মধ্যেই (আন্তর্জাতিক সময় সকাল আটটা) শপথ নেওয়ার কথা রয়েছে মনসুরের।

সংবাদ মাধ্যম জানায়, প্রধান বিচারপতি পদে অফিস শুরু করার মাত্র দু’দিন পর দেশের অন্তবর্তী সরকারের প্রধান হতে চলেছেন ৬৭ বছর বয়সী মনসুর। ১৯৯২ সালে আদালতের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পাওয়া মনসুর স্বৈরশাসক হোসনি মোবারকের ৩০ বছর শাসনকালেও দায়িত্ব পালন করেন। মোবারকের পতনের পর নির্বাচনী রোডম্যাপ তৈরির দায়িত্বও পালন করেন এই মনসুর।

গত মাসেই মনসুরকে প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য একটি অধ্যাদেশ জারি করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি।

সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটের তথ্যানুসারে, কায়রোতে জন্মগ্রহণকারী মনসুর কায়রো ইউনিভার্সিটি থেকে ‘ল এন্ড ম্যানেজমেন্ট সায়েন্স’ ডিগ্রি অর্জন করেন। এছাড়া প্যারিসেও উচ্চশিক্ষা গ্রহণ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।