নিউ ইয়র্ক: আমেরিকার টাইম সাময়িকী এবার সামাজিক যোগাযোগ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে (২৬) বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করেছে।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে পেছনে ফেলে তিনি বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হলেন।
টাইমের মতে, ফেসবুকের মাধ্যামে মানুষের অনলাইন পরিচয় এবং পারস্পরিক আদানপ্রদানের ধরণও বদলেছে।
হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রাবাসে শুরু হওয়া ফেসবুকের বর্তমান ব্যবহারীদের নিয়ে একটি দেশ গড়া হলে এটি হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। জনসংখ্যার হিসেবে এর চেয়ে এগিয়ে থাকবে শুধু আমেরিকা।
বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ায় জুকেরবার্গ বলেন, ‘এ পুরস্কার সত্যিকারের সম্মান। ফেসবুক তৈরি এবং এর বিস্তারে তার দল যে পরিশ্রম করেছে এটি তারই স্বীকৃতি।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০