ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ম্যান্ডেলার নামকে কলঙ্কিত না করার আহ্বান টুটুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুলাই ৫, ২০১৩
ম্যান্ডেলার নামকে কলঙ্কিত না করার আহ্বান টুটুর

ঢাকা: নেলসন ম্যান্ডেলার পরিবারের দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সাউথ আফ্রিকার শীর্ষ দুই নেতা।

ডেপুটি প্রেসিডেন্ট কেগালেমা মোতলান্থে বলেছেন, সমস্যাকে ‘শালীনতা’র মাধ্যমে সমাধান করতে হবে।



আর্চবিশপ ডেসমন্ড টুটু ম্যান্ডেলার পরিবারের সদস্যদের বলেছেন, ম্যান্ডেলার নামকে ‘কলঙ্কিত’ করবেন না।

বর্ণবাদবিরোধী নেতা ম্যান্ডেলার তিনপুত্র দেহাবশেষ পুনরায় সমাহিত করা নিয়ে ম্যান্ডেলার নাতি মান্ডলার সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছে পরিবারের ১৬ সদস্যের।

ম্যান্ডেলার পূর্বপুরুষদের গ্রাম কুনু থেকে বাবা ও পরিবারের অন্য দুই সদস্যের দেহাবেশ উত্তোলন করে এনে অন্য স্থানে দাফন করেছিলেন মান্ডলা।

কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা এর বিরোধী। পুনরায়  কুনুতে ওই তিনজনের দেহাবশেষ সমাহিত করার দাবি জানালেও মান্ডলা তাতে সায় দেননি। অবশেষে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় হেরে যান মান্ডলা।

ইতোমধ্যে এমজাভো থেকে তিনজনের দেহাবশেষ কুনুতে পুনরায় সমাহিত করা হয়েছে।

মান্ডলার দাবি, ম্যান্ডেলার সম্পত্তিতে উত্তরাধিকারিত্ব পেতে এমন ‍কাজ করছে পরিবারের অন্যান্য সদস্যরা।

পরিবারের সদস্যদের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় ম্যান্ডেলা কষ্ট পাবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।