ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সও গোপন নজরদারি চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুলাই ৫, ২০১৩
ফ্রান্সও গোপন নজরদারি চালিয়েছে

ঢাকা: যুক্তরাষ্ট্রের মতো ফ্রান্সও গোপনে কম্পিউটার ও টেলিফোনের তথ্য সংগ্রহ করেছে। দেশটির পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থা এ কর্মসূচি চালিয়েছে।

ফরাসি দৈনিক লে মঁদ এ খবর ফাঁস করেছে।

পত্রিকাটির দাবি, তাদের কাছে এর প্রমাণ রয়েছে। আইন ভঙ্গ করে এবং যথাযথ কারণ ছাড়াই গোপনে নজরদারি চালিয়েছে গোয়েন্দা সংস্থা ডিজিএসই। আর গোপনে সংগৃহীত তথ্যগুলো ডিজিএসই’র সদর দফতরে একটি সুপার কম্পিউটারে সংরক্ষণ রয়েছে।

লে মঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি সরকারি কর্মকর্তারা। কে, কখন, কোথায় কার সঙ্গে ফোনে বা ই-মেইলে যোগাযোগ করছে তা পর্যবেক্ষণ করেছে জিডিএসই।

বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নসাৎ করতেই এমন কর্মসূচি চালানো হয়েছে। কিন্তু লে মঁদের দাবি, যেকোনো ব্যক্তির ওপর নজরদারি চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।