ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, জুলাই ৫, ২০১৩
মিশরকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন

ঢাকা: সেনা অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করায় মিশরকে বহিষ্কার করেছে আফ্রিকা মহাদেশের আঞ্চলিক জোট ‘আফ্রিকান ইউনিয়ন’ (এইউ)।

৫৪টি আফ্রিকান রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সংস্থাটির শান্তি ও নিরাপত্তা পরিষদের সচিব আদমর কাম্বুজি শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান, “গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করায় মিশরকে সংস্থাটির সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।



এক বৈঠক শেষে এইউ’র এই শীর্ষ কর্মকর্তা বলেন, “প্রাসঙ্গিক আইন অনুযায়ী মিশরের সাংবিধানিক নির্দেশ পুনরায় জারি না হওয়া পর্যন্ত এইউ’র সকল কার্যক্রম থেকে দেশটিকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এইউ’র শান্তি ও নিরাপত্তা পরিষদ। ”

যেকোনো সদস্য রাষ্ট্রের সাংবিধানিক শাসনে হস্তক্ষেপ করলে সে রাষ্ট্রকে সংস্থা থেকে বহিষ্কার করে থাকে এইউ।

উল্লেখ্য, বুধবার গণবিক্ষোভের মুখে সংগঠিত সেনা অভ্যুত্থানে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর হাতে গৃহবন্দি আছেন।

এ দিকে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির পক্ষে কায়রোয় জড়ো হয়েছেন মুসলিম ব্রাদারহুডের হাজারো সমর্থক। তারা সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে ‘সামরিক শাসন’ নয় বলে চিৎকার করছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।