ঢাকা: মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে বিক্ষোভ জানাতে রাজধানী কায়রোর নাসর সিটিতে জড়ো হয়েছে হাজারো মুসলিম ব্রাদারহুড সমর্থক। শুক্রবারের জুমার নামাজের পর জনবিক্ষোভ আরও বাড়বে বলে আশা করছেন ব্রাদারহুড কর্মীরা।
নামাজের পর দেশজুড়ে ‘প্রত্যাখানের শুক্রবার’ (ফ্রাইডে অব রিজেকশন) বিক্ষোভে যোগ দেওয়ার জন্য সমর্থকদের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড। বলা হচ্ছে, মুরসির জনপ্রিয়তা এখনও কমেনি এটা প্রমাণের জন্য এই বিক্ষোভে ব্যাপক লোকসমাগমের চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাদারহুড।
এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ব্রাদারহুড শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে বাধা দেবে না নিরাপত্তা বাহিনী। যদিও মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতাদের গ্রেফতারের পাশাপাশি দেশজুড়ে সাঁজোয়া যানের টহল বাড়িয়েছে সামরিক প্রশাসন।
এ দিকে ব্রাদারহুড সূত্র জানিয়েছে, এই বিক্ষোভ অব্যাহত থাকবে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিমুখে এগোতে থাকবে। প্রসঙ্গত, মুরসিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আটক রাখা হয়েছে।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সীমান্ত ও গাজা উপত্যকার নিকটবর্তী আল-আরিশ বিমানবন্দরের নিরাপত্তা চৌকিতে এবং রাফাহর একটি থানায় হামলা চালানো হয়েছে।
শুক্রবার সকালে সিনাই উপদ্বীপের সেনা ও পুলিশের তল্লাশি চৌকিতে রকেট ও মর্টার হামলায় একজন নিহত হয়েছে।
আল-আরাবিয়া জানিয়েছে, কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজায় অবস্থান কর্মসূচি পালনকারী মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের সঙ্গে সেনাসদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মুরসির জন্মস্থান আল-শারকিয়ার রাজধানী জাগাজিগে ২৫টি সাঁজোয়া যান পাঠিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার মিশরের সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মাহমুদ মনসুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি নির্বাচন আয়োজনের কথা বলেছেন। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com