মিশরের বামপন্থী নেতারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ঘটে যাওয়া নির্বাচিত রাষ্ট্রপতি মুহাম্মদ মুরসির বহিষ্কারকে স্বাগত জানিয়েছে এবং তাঁরা প্রত্যাশা করছে অল্প কিছুদিনের মধ্যেই তাঁরা একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রপতি ও সংসদ পাবে।
বর্তমান অন্দোলনের জনপ্রিয় বামপন্থী নেতা হামিদ সাবাহি, যিনি বিগত রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় হয়েছিলেন, প্রকাশ্যে মুখ খুললেন এবং বললেন, “বর্তমান সময়ে সেনাবাহিনী যা করছে তা জনগণের আকাংক্ষার বাস্তবায়নের জন্য, ক্ষমতা অধিগ্রহণের জন্য নয়।
এ ঘটনার মাধ্যমে জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
শুক্রবার কায়রোতে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মুরসির অপসারণকে যারা সেনা অভ্যুত্থান বলছে, তাঁদের ভাবনার প্রতি নিন্দা জানিয়ে সাবাহি বলেন, ‘তাঁরা কি দেখে নি মিশরের জনগণ কিভাবে মুরসির বিরুদ্ধে আন্দোলন করেছিল?’
সেনাবাহিনীর সংবিধান বাতিল ও মুরসিকে বন্দী করে, আদিল মনসুরকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার বিষয়টিকেও তিনি ভালোভাবেই দেখছেন। তিনি আশা করেন সেনাবাহিনী প্রতিশ্রুতি মতে ছয় মাসের মধ্যেই নতুন সংবিধাণ প্রণয়নপূর্বক জাতীয় নির্বাচন দিবে এবং খুব শিগগিরই দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে।
সাবাহি মুরসিকে অভিযুক্ত করেন এভাবে, মুরসিও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পাশ্চাত্য শক্তিকে অনুসরণ করে সেই একই ভুলের পুনরাবৃত্তি করেছেন, যা সাবেক রাষ্ট্রপতি হুসনি মোবারক করেছিলেন এবং ২০১১ তে পদচ্যুত হয়েছিলেন। সাবাহি, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অভিযোগ এনে বলেন, মিশরের জনগণ মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় না, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে।
তিনি আরো বলেন, ‘মিশরের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করছে, কারণ যুক্তরাষ্ট্র সরকার এমন একজনকে সমর্থন করছে, যিনি মিশরের জনগণের নাগরিক এবং মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান দেখাতে জানে না। ’
তিনি সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাতেহ আল-শিশির সামরিক অভ্যুত্থানকে সমর্থন দিয়ে বলেন, শিশির জনগণের সাথে আছেন এবং তিনিও আল-শিশির প্রতি আস্থশীল। ফাতেহ আল শিশির অবস্থানকে চিহ্নিত করার জন্য হামিদ সাবাহি বলেন,
“এখন জেনারেল শিশির অবস্থান কি? তিনি রাষ্ট্রপতিও নন, প্রধানমন্ত্রীও নন। তিনি জনগণের প্রত্যাশা পূরণ করছেন, এজন্য আমাদের উচিৎ তাকে স্যালুট করা। ”
জাতীয় দুর্দিনে সেনাবাহিনীর কর্তব্য এবং বর্তমান সেনা অভ্যুত্থানের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে সাবাহি বলেন, ‘এজন্যই দেশে জাতীয় সামরিক বাহিনী, সেনা অভ্যুত্থানের জন্য নয়!’
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
এনএস/