ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভোট বৈঠকে অনুপস্থিত কংগ্রেস ও তৃণমূল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, জুলাই ৬, ২০১৩
ভোট বৈঠকে অনুপস্থিত কংগ্রেস ও তৃণমূল

কলকাতা: পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোটের সর্বদলীয় বৈঠকে যোগ দিল না কংগ্রেস ও তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের জন্য শনিবারের এ সর্বদলীয় বৈঠকের ঘোষণা আগেই দেয়া হয়েছিলো।



ফলে তৃণমূল ও কংগ্রেসকে ছাড়াই রাজ্য নির্বাচন কমিশন দফতরে পঞ্চায়েত ভোট নিয়ে পূর্বনির্ধারিত বৈঠক শুরু হয়।

আধা ঘন্টা শাসক দলের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করে থাকার পরেও তারা যোগদান না করায় বেলা বারোটা নাগাদ বৈঠক শুরু করে দেন কমিশনের শীর্ষকর্তারা। বৈঠকের মাঝপথেও ক্ষমতাসীন দলের কেউ বৈঠকে যোগ দেন কিনা, তা নিয়ে চরম কৌতূহল তৈরি হয়।

শনিবার সাড়ে ১১টায় বৈঠক শুরু হওয়ার নির্ধারিত সময়ের মধ্যেই চলে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কিন্তু আধ ঘন্টা কেটে গেলেও তৃণমূলের কোনও প্রতিনিধি কমিশনের দফতরে আসেননি।

বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি আদৌ আসবেন কি না, তা নিয়েও কোনও তথ্য ছিল না কমিশনের কাছে। তাই বেলা ১২টা নাগাদ শাসক দলের প্রতিনিধি ছাড়াই শুরু হয় সর্বদল বৈঠক।

এর আগে কমিশনের দফতরে আসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রচারপর্বের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন কর্তাদের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ বৈঠক করেন। বৈঠকে ভোট সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর, এসএস- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।