ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পার্লামেন্ট থেকে আনোয়ার ইব্রাহিমকে ৬ মাসের জন্য বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
পার্লামেন্ট থেকে আনোয়ার ইব্রাহিমকে ৬ মাসের জন্য বরখাস্ত

কুয়ালালামপুর: মালয়েশিয়ার বিরোধী দলের নেতা আরোয়ার ইব্রাহিমকে পার্লামেন্ট থেকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্ন কক্ষে ভোটের মাধ্যমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিরোধী দল এসময় চরম হট্টগোল ও ওয়াক আউট করে।

বিরোধী নেতার বিরুদ্ধে মিথ্যা বিবৃতি ও তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও রয়েছে।  

এছাড়া আইন প্রনেতারা বৃহস্পতিবার আনোয়ারের দলের শীর্ষ ৩ নেতার বিরুদ্ধেও ৬ মাসের সংসদের পদ স্থগিতের চিঠি পাঠাতে পারেন বলে ধারানা করা হচ্ছে।

আগামী বছর জুন মাসে ভোটের মাধ্যমে নেতার বরখাস্তের আদেশ তুলে নেওয়া হতে পারে। তাকে সংসদ থেকে বরখাস্ত করা হলেও তিনি রাজনৈতিক কর্মকান্ড চালাতে পারবেন। এমনকি তিনি মিছিলও করতে পারবেন।

বিরোধী নেতার বিরুদ্ধে ইসরায়েল সম্পর্কে মার্চ মাসে করা মন্তব্য সংসদীয় তদন্তের তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে।

তবে সংসদে আনোয়ারকে অন্যায় ভাবে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন কিছু বিরোধী নেতা। তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে তারা বিক্ষোভ করছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের জোট সরকার আইন প্রণয়ন এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে আগামী নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। ধারণা করা হচ্ছে আগামী বছরই নাজিব সাধারণ নির্বাচন দেবেন।  


বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।