ইসলামাবাদ: চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শুক্রবার তিনদিনের সফরে পাকিস্তানে পৌছেছেন। উভয়দেশের মধ্যে বাণিজ্য উন্নয়ন এবং বিনিয়োগ সংক্রান্ত ২০ ডলার মূল্যমানের এক চুক্তি স্বাক্ষরের জন্যই তিনি এই সফর করছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিগত পাঁচ বছরের মধ্যে ওয়েন জিয়াবাও ই প্রথম চীনা প্রধানমন্ত্রী যিনি পারমানবিক অস্ত্র এবং আল-কায়েদা অধ্যুষিত পাকিস্তান সফর করছেন। তার সাথে চীনের অনেক বাণিজ্য প্রতিনিধিও আসছেন।
এদিকে পাকিস্তান বলেছে চীন ইতিমধ্যে বিদ্যুত, কৃষি, এবং স্বাস্থ্যখাতের মত উন্নয়নমূলক খাতে ১৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। এছাড়াও চীন বাণিজ্যখাতে পাঁচ বছরে সাত থেকে ১৮ ডলারে উন্নীত করতে চায়।
আরও আসছে...
বাংলাদেশ স্থানীয় সময়: ১১:১৯ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১০