ওয়াশিংটন: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৃহস্পতিবার বলেছেন, আফ্রিকার উন্নয়নের পথ তৈরি করতে পশ্চিমা সরকারগুলোর জন্য চীন একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে।
আফ্রিকার উন্নয়নসংক্রান্ত একটি বক্তৃতা দেওয়ার পর ব্লেয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ আফিকার বেশিরভাগ দেশ কেন চীনের সঙ্গে সম্পর্ক রাখে তার একটি কারণ আছে।
তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে আমাদের ব্যবস্থা খুব বেশি আমলাতান্ত্রিক এবং চীনারা যা করছে সে বিষয়ে তারা সরাসরি। ’
ওয়াশিংটন সফরে তিনি বলেন, ‘তারা তাদের নেতার কাছে জানতে চাইবে, আপনার কী প্রয়োজন? উত্তরে হয়ত নেতা বলবে ‘আমার রাস্তা দরকার’। পরদিন সকালে দেখা যাবে শাবল হাতে নিয়ে রাস্তার কাজে নেমে পড়েছে। ’
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০