লন্ডন: পরমাণু চুক্তি বিষয়ে বামপন্থীদের দমন করতে না পারায় ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি উইকিলিকসে ফাঁস হওয়া তারবার্তা থেকে এ তথ্য জানা গেছে।
তারবার্তায় দেখা যায়, মার্কিন কূটনীতিকরা মনে করেন, পররাষ্ট্রনীতি বিষয়ে ভারতের বিশ্বাসযোগ্যতা ঝুলে পড়েছে। কারণ সোনিয়া গান্ধী তার যোগ্য বা ন্যায্য নেতৃত্বের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন যা আগামী নির্বাচনেও প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্র কূটনীতিকদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকায় লেখা হয়েছে, মিসেস গান্ধী একটি সুযোগ হারানোর কোনো সুযোগই দেন না।
ফাঁস তথ্য থেকে জানা গেছে, ভারতীয় কমিউনিস্টদেরও সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১০