ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার কর হ্রাস সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন। ক্ষমতা গ্রহণের পর ওবামা প্রথম বারের মতো বিরোধীদের সমর্থন নিয়ে গুরুত্বপূর্ণ এ বিলে স্বাক্ষর করেন।
হোয়াইট হাউজে কর হ্রাস বিলে স্বাক্ষর অনুষ্ঠানে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা মানুষের জীবন যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে।
বিলটি স্বাক্ষরের মধ্যদিয়ে বুশ আমলের করা সকল প্রকার আয়ের ওপর কর হ্রাসের সিদ্ধান্তটি আরও দুই বছর বাড়ানো হলো। এরফলে ২ শতাংশ কর্মসংস্থানের সুযোগ হবে।
অর্থনীতি পুনরুদ্ধার এবং চাকুরি সুযোগ বাড়াতে বিলটি গুরুত্বপূর্ণ বলে উল্খে করেছেন ওবামা।
ওবামা বলেন, ‘বিলটিতে এমন কিছু বিষয় রয়েছে যা আমার, আমার দল এবং বিরোধী দলের অনেকেরই পছন্দ নয়। তারপরও তা করতে হচ্ছে। এটাই হচ্ছে ছাড় দেওয়া’।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০