ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে খনি বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
চীনে খনি বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত

বেইজিং: চীনে খনি বিস্ফোরণে বৃহস্পতিবার অন্তত ছয় জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকে খনির কাছের বাসিন্দা বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

খবর এএফপি’র।

হেনান প্রদেশের পিংডিংশান শহরে এ বিস্ফোরণ ঘটে বলে শহরটির সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়। তবে দুর্ঘটনার সময় খনিতে কোনো কাজ হচ্ছিল না।

আহতদের ১৫ জন খনির কাছেরই বাসিন্দা এবং বাকিরা ব্যাবস্থাপনা ও নিরাপত্তা কর্মী বলে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিস্ফোরণে ১০ মিটার গভীর ও ১০ মিটার প্রশস্ত একটি গর্ত সৃষ্টি হয়। একইসঙ্গে ৫০ মিটার দূরের জানালা চূর্ণবিচূর্ণ হয় এবং বিশাল একটি গুদামঘরের ছাদ উড়ে যায়। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে কর্মকর্তারা জানান।

চীনের সরকারি প্রতিষ্ঠান জং পিং এনার্জি কেমিক্যাল গ্রুপের কাছে এ খনিটি হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো।

উল্লেখ্য, ক্রমর্বমান চাহিদা মেটাতে কয়লা খনি শিল্পে শিথিল নিয়ন্ত্রণ, দুর্নীতি ও অদক্ষতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।