ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুঞ্চ সীমান্তে ফের গুলি বর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩

ঢাকা: শনিবার ভারত-পাক সীমান্তে ফের গুলি বর্ষণের ঘটনা ঘটল। জম্মু-কাশ্মীর সীমান্তের পুঞ্চ সেক্টরে ওপার থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ক্রমাগত গুলি ছোঁড়া হয় বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়।



ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, পুঞ্চের শাহপুরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সৈন্যরা। শুক্রবার শান্তি চুক্তি ভঙ্গ করে পাকিস্তান সৈন্যরা গুলি চালায়।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের সীমান্তে চলতি মাসের এদিনসহ পাঁচবার পাকিস্তান গুলি চালালো।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
এসপি/ সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।