ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আমি বিচারিক হয়রানির শিকার: বার্লুসকোনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, আগস্ট ২, ২০১৩
আমি বিচারিক হয়রানির শিকার: বার্লুসকোনি

ঢাকা: কর ফাঁকির মামলায় নিজের বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় উচ্চ আদালতও বহাল রাখায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেছেন, ‘বর্তমান সভ্য বিশ্বে অপ্রত্যাশিতভাবে বিচাররিক হয়রানির শিকার হচ্ছি আমি। ”

গত বছরের অক্টোবরে কর ফাঁকির মামলায় অভিযুক্ত বার্লুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে ২০০৬ সালের ‘ক্ষমা আইনে’ দণ্ডের মেয়াদ ১ বছরে কমিয়ে আনা হয়। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ওই দণ্ড বহাল রাখেন।

এই রায়ের নিন্দা জানিয়ে বিক্ষুব্ধ বার্লুসকোনি বৃহস্পতিবারই নয় মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অবাস্তব ও ভিত্তিহীন সব অভিযোগ আনা হয়েছে ‍আমার বিরুদ্ধে। ’

আবেগঘন বার্লুসকোনি বলেন, ‘কোনো ভিত্তিছাড়াই আমাকে স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য এমন রায় দেওয়া হয়েছে। ’

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, কারাদণ্ডাদেশের রায় বহাল ছাড়াও বার্লুসকোনিকে সরকারি কার্যালয়ে নিষিদ্ধ করার ব্যাপারে (ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে যাতে লড়াই করতে না পারেন) বিচারিক বিবেচনারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, এই রায়ের ফলে ৭৬ বছর বয়সী বার্লুসকোনিকে বয়সের বিবেচনায় কারাগারে থাকতে হচ্ছে না। গৃহবন্দি অথবা কমিউনিটি সার্ভিসের তত্ত্বাবধানেই থাকতে হতে পারে সাবেক প্রধানমন্ত্রীকে।

অন্য দিকে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে বার্লুসকোনি বিরোধীরা।

উল্লেখ্য, কর ফাঁকি, যৌন হয়রানি সহ ৫০টিরও বেশি অভিযোগ আনা হেয়েছে বার্লুসকোনির বিরুদ্ধে। তিনদিনের শুনানি শেষে দেওয়া এই রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন না তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।