ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে শিগগির মার্কিন ড্রোন হামলা বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, আগস্ট ২, ২০১৩
পাকিস্তানে শিগগির মার্কিন ড্রোন হামলা বন্ধ হচ্ছে

ঢাকা: পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর বিতর্কিত চালকবিহীন ড্রোন হামলা শিগগির বন্ধ হচ্ছে।

ইসলামাবাদ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যকার বৈঠক শেষে এমন খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।



কেরির এ বক্তব্যকে পাকিস্তানি নাগরিকদের মার্কিনবিরোধী মনোভাব দূরীকরণের চেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নওয়াজের সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান টেলিভশনকে দেওয়া সাক্ষাৎকারে কেরি বলেন, ‘সহযোগিতাপূর্ণ সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত করতে দু’দেশই ঐকমত্য হয়েছে। ‘

বিতর্কিত ড্রোন হামলা শিগগির বন্ধের ইঙ্গিত দিয়ে কেরি বলেন, ‘সন্ত্রাসবাদের হুমকি অনেকাংশে কাটিয়ে ‍ওঠায় শিগগির ড্রোন হামলা বন্ধ হবে বলে মনে করছি। ’

তিনি বলেন, ‘এ ব্যাপারে যেহেতু প্রেসিডেন্টও (ওবামা) একটি নির্দিষ্ট সময় ধার্য্য করে রেখেছেন, সেহেতু আমরা আশা করছি এটা খুব শিগগির বন্ধ হতে যাচ্ছে। ’

সামনা-সামনি আলোচনায় নওয়াজ শরিফ মার্কিন নেতা কেরিকে ড্রোন হামলা বন্ধের আহবান জানিয়েছেন কিনা তা এখনও অস্পষ্ট।

তবে নওয়াজের উপদেষ্টা শারতাজ আজিজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘শুধু কমানোর জন্য নয়, আমরা তাদেরকে ড্রোন হামলা বন্ধ করার জন্য বলেছি। ’

উল্লেখ্য, ২০০৪ সালের পর থেকে জঙ্গি দমনে আফগানিস্তান সীমান্তের কাছে  উত্তর ওয়ারিজিস্তানসহ পাকিস্তানি ভূ-খণ্ডে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ধরনের হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন। ড্রোন হামলার পাশাপাশি ২০১১ সালে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে ওয়াশিংটনের ওপর অসন্তোষের মাত্রা বাড়তে থাকে পাকিস্তানি নাগরিকদের।

তাই এ ধরনের হামলা নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত বলে যুক্তরাষ্ট্রকে ড্রোন হামলা বন্ধ করার আহবান জানিয়ে আসছে ক্ষুব্ধ পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।