ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যানাটমিস্ট ভিঞ্চি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, আগস্ট ২, ২০১৩
অ্যানাটমিস্ট ভিঞ্চি!

ঢাকা: মনকাড়ানো ‘মোনালিসা’, বিখ্যাত ‘লাস্ট সাপার’ চিত্রকর্মের জন্য জগৎ জুড়ে তার খ্যাতি। কিন্তু বিশ্ব কি জানত, তিনি একজন বিখ্যাত অ্যানাটমিস্টও ছিলেন।

পাঠক বলা হচ্ছে, লিওনার্দো দ্য ভিঞ্চির কথা।

মানবদেহ নিয়ে ইতালীয় এ চিত্রকরের ছিল ‍অধাগ জ্ঞান যা তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে বা আধুনিক।
তার এ পাণ্ডিত্যের প্রমাণ পাওয়া গেছে প্রাপ্ত কতগুলো নোটবুক থেকে। ওইসব নোটবুকে তিনি ‍অঙ্কনের তুলিতে তুলে ধরেছেন মানুষের অঙ্গ, হাড়, দেহকোষ ও পেশী। আর এসবের সঙ্গে প্রয়োগ করেছেন নব্য দৃষ্টান্তযুক্ত কৌশল। সংগৃহীত ওইসব নোটবুক ১৪৫২ সাল থেকে ১৫১৯ সালের হবে।

ভিঞ্চির মৃত্যুর প্রায় ৫০০ বছর পর স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে ‍তার অঙ্কিত মানব দেহের চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। শুধু তারগুলোই নয়, মানব অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে একবিংশ শতাব্দীর অঙ্গিত ছবিগুলোও একই গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। ভিঞ্চির অঙ্কিত এবং আধুনিক যুগের অ্যানাটমিস্টের অঙ্কিত দেহচিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই।

এডিনবার্গের প্যালেস অব হলিরোডহাউজের দ্য কুইন’স গ্যালারিতে ‘লিওনার্দো দ্য ভিঞ্চি: দ্য মেকানিক্স অব ম্যান’  নামে চলছে এ প্রদর্শনী।

চিত্রপ্রদর্শনীর তত্ত্বাবধায়ক জানান, ভিঞ্চির কর্ম এমআরআই স্ক্যানের মতো আধুনিক প্রযুক্তির পূর্বাভাস দেয়। যতটা সম্ভব মানুব দেহকে প্রাকৃতিকভাবে তুলির সাহায্যে উপস্থাপনের জন্য প্রচুর গবেষণা চালিয়েছেন ভিঞ্চি।
জানা গেছে, ১৫০৭ সাল থেকে ১৫১৩ সাল পর্যন্ত তিনি ৩০টির বেশি মরদেহের ব্যবচ্ছেদ করেছেন, যার মধ্যে ১০০ ঊর্ধ্ব এক ব্যক্তির মরদেহও ছিল।

বহু বিষয়ের এ পণ্ডিত চিত্রকলা, স্থাপত্যবিদ্যা ও প্রকৌশলে নিজের দক্ষতাকে কাজে লাগান মানব শরীরকে চিত্রে রূপ দিতে, যা এর আগে কেউ সেভাবে তুলে ধরতে পারেন নি।

প্রদর্শনীর তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান রয়্যাল কালেকশন ট্রাস্টের মার্টিন ক্লেটন জানান, প্রথমবারের মতো মানব শরীর নিয়ে আধুনিক যুগের চিত্রকর্মগুলোর লিওনার্দো দ্য ভিঞ্চির মানব শরীর নিয়ে চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।