ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দার্জিলিং পুলিশ ফাঁড়িতে অগ্নি সংযোগ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, আগস্ট ২, ২০১৩

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের দার্জিলিং এখন অশান্ত । শনিবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের হরতালের ডাক দিয়েছে মোর্চা।

কিন্তু, তার আগেই অশান্ত পাহাড়।

শুক্রবার এশাধিক জায়গায় অগ্নিসংযোগ করা হয়। শৈলশহরে এখন আতঙ্কের পরিবেশ। পোখরিয়াবঙ পুলিশ ফাঁড়ি ও তাকদা বনবাংলোয় আগুন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শুক্রবার।

পুলিশ সূত্র খবর, গত বছর বনবাংলো উদ্বোধনের পর, এই বাংলোয় রাত কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আগুন লাগে সুকিয়ার পোখরিয়াবঙের পুলিশ ফাঁড়িতে। আগুন লাগিয়ে দেওয়া হয় মংপঙে এনএইচপিসি-র একটি গাড়িতেও।

রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মোর্চার উদ্দেশ্যে তাঁর বার্তা, আন্দোলনের পথ থেকে সরে না এলে আলোচনায় বসবে না সরকার।

দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে, শুক্রবার সকালেই শিলিগুড়িতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শনিবার দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এদিকে, গোর্খাল্যান্ডের দাবি নিয়ে দিল্লি দরবারে ব্যস্ত রোশন গিরিরা। অন্যদিকে শিলিগুড়িতে হরতালের ডাক দিয়েছে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি। যদিও, শিলিগুড়িতে হরতালের কোনও প্রভাব পড়েনি।

বাংলাদেশ সময় : ২১২১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।