ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগরতলা-আখাউড়া রেল সংযোগের দাবিতে গুয়াহাটি অভিযান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, আগস্ট ২, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আগরতলা-আখাউড়ার মধ্যে শিগগিরই রেল সংযোগ বাস্তবায়িত করা এবং আগরতলা পর্যন্ত ব্রডগেজ লাইন সম্প্রসারণের দাবিতে রাজ্যের ছাত্র যুবকরা গুয়াহাটি অভিযান করবেন।

আগামী ৭ আগস্ট গুয়াহাটিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দপ্তর মালিগাওয়ে অবস্থান কর্মসূচি পালন করবে।

কর্মসূচি চলবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। বামপন্থি যুব সংগঠন ডিওএফআই’র উদ্যোগে নেওয়া হয়েছে এ কর্মসূচি।

সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য থেকে একহাজার যুবক ৫ আগস্ট গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। আগরতলা থেকে ট্রেনে করে তারা যাবেন গুয়াহাটিতে। অভিযাত্রী দলটির বেশিরভাগই যুব সংগঠনের সদস্য।

১৯৮৬ সালে আগরতলা পর্যন্ত রেল লাইনের দাবিতে তৎকালীন ত্রিপুরার বামপন্থি যুবকরা দিল্লি অভিযান করেছিলো। দিল্লির পার্লামেন্ট রোডে অবস্থানে বসেছিলো সেদিন। সেবার ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এবারও কর্মসূচির সূচনা করবেন মানিক সরকার।

ইতোমধ্যে যুবকদের এ আন্দোলন কর্মসূচি নিয়ে আলোড়িত গোটা ত্রিপুরা। ডিওয়াইএফআইয়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনের জন্য চলছে প্রচার অভিযান। বিভিন্ন বিভাগে বর্তমান যুব নেতৃত্ব সংবর্ধনা জানাচ্ছেন ১৯৮৬ সালের অভিযাত্রী দলটিকে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।