ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, আগস্ট ২, ২০১৩
সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৪০

ঢাকা: সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত হোমস শহরে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত ও ১২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের মধ্যে সামরিক কর্মকর্তাসহ বেসামরিক লোকও রয়েছে বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২২ জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (সিওএইচআর)।

এ মানবাধিকার গোষ্ঠীটি জানায়, রকেট হামলার পর সরকারপন্থি ওয়াদি আল-জাহাব জেলার একটি গোলাবারুদ গুদামে বিস্ফোরণ হয়। এতে বেসামরিক লোকসহ কমপক্ষে ২২ জন নিহত হয় এবং আহত হয়েছে অনেকে। আহতদের কারও কারও অবস্থা গুরুতর।

সিওএইচআরের ধারণা, বিদ্রোহীরা রকেট হামলা চালাতে পারে। তারা মেডিকেল সূত্র ও ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানিয়েছে।

সেনা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক সফরের দিনই এ বিস্ফোরণ ঘটে। আসাদ সরকারের বিরুদ্ধে ২০১১ সালের মার্চে আন্দোলনের পর থেকে প্রায় লাখ খানেক লোক মারা গেছে, ঘরছাড়া হয়েছে লাখো লাখো সিরীয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউরুজম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।