ঢাকা: সন্ত্রাসী হামলার আশঙ্কায় দু’ডজনেরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার সাময়িকভাবে বন্ধ ঘোষণা দেওয়ার পর এবার ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তা হুমকিতে ইতোমধ্যে সানা দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারিকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, ‘আগামী ৪ ও ৫ আগস্ট সানা দূতাবাস বন্ধ থাকবে। ’
এর আগে গোয়েন্দা তথ্য মতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় শুক্রবার সতর্ক বার্তা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্ক বার্তায় সারাবিশ্বের মার্কিন নাগরিকদের জানানো হয়, সম্ভবত আরবীয় উপকূলীয় অঞ্চল থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অব্যাহত সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিশ্বের যে কোন স্থানেই এ হামলার আশঙ্কা রয়েছে।
এ জন্য বিদেশ যাতায়াতের ক্ষেত্রে পুরো আগস্ট মাস কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
গোয়েন্দা তথ্যমতে, সাবওয়ে, রেল যোগাযোগ, বিমান এবং নৌপথ ব্যবস্থায় হামলা চালানোর পরিকল্পনা করছে সন্ত্রাসী আল কায়েদা ও তাদের দোসররা। হামলার টার্গেট হতে পারে বিশ্বের অন্য কিছু দেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরাও।
গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্ত্রাসী সংগঠন আল কায়েদা এবং তাদের সহযোগী গ্রুপগুলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ বিশ্বের যে কোন স্থানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর হামলা চালাতে পারে। পুরো আগস্ট মাস জুড়েই এ আশঙ্কা রয়েছে। আর তাই নাগরিকদের জন্য সবধরনের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ত্রাসী হামলার ধরন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সরকারি-বেসরকারি যেকান স্বার্থসংশ্লিষ্ট স্থানেই ভিন্ন ভিন্ন পন্থায় এ হামলা চালানো হতে পারে। পর্যটন কেন্দ্র ও সাধারণ পরিবহন ব্যবস্থা ব্যবহারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আশেপাশের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভ্রমণ ও চলাফেরায় উপদেশ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহযোগী সরকারগুলোর সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ ও কাজ করার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করা, সন্ত্রাসী হামলা কঠোরভাবে মোকাবেলা, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগী বিভিন্ন দেশ ও সরকারগুলোর সাথে তথ্যের আদান প্রদান ও করছে যুক্তরাষ্ট সরকার। বিদেশে অবস্থানকারী ও ভ্রমণকারী মার্কিন নাগরিকদেরকে সতর্কতা অবলম্বনে ও পরিস্থিতি পর্যবেক্ষণে নির্দেশাবলী পেতে সার্বক্ষণিকভাবে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়।
উল্লেখ্য, সন্ত্রাসী হামলার আশঙ্কায় রোববার বাংলাদেশ ছাড়াও মিশর, তুরস্ক, আলজেরিয়া, বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকছে। এছাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর। এ সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com