ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরাতেও পৃথক রাজ্যের দাবি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, আগস্ট ৩, ২০১৩
ত্রিপুরাতেও পৃথক রাজ্যের দাবি

আগরতলা (ত্রিপুরা): তেলেঙ্গেনা ইস্যুর জের এসে পড়ল ত্রিপুরাতে। এবার ত্রিপুরাতেও উঠল পৃথক রাজ্যের দাবি।

এ দাবি নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে আন্দোলনে নামছে ত্রিপুরার একটি আঞ্চলিক দল।

পৃথক রাজ্যের দাবিতে মাথা চাড়া দিয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন। অবশ্য ত্রিপুরাকে ভেঙ্গে পৃথক রাষ্ট্র করার দাবি নতুন কিছু নয়। রাজ্যের বেশ কিছু আঞ্চলিক দল বহু দিন ধরেই এ দাবি জানাচ্ছে। মূলত ত্রিপুরার বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা এ দাবিতে সোচ্চার ছিলেন। যদিও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযান তাদের দুর্বল করে। এবং তাদের পৃথক রাষ্ট্রের দাবিও ধীরে ধীরে হারিয়ে যায়।

কিন্তু এ সপ্তাহে কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্ধ্রপ্রদেশ ভেঙ্গে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন করার সিদ্ধান্তে এ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যেনো জোয়ার আসে। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে পৃথক রাজ্য গঠনের দাবি।

আসামে এই দাবিকে নিয়ে চলছে হিংস্র আন্দোলন। ঠিক একই অবস্থা গোর্খাল্যান্ডেও। এবার এ আন্দোলনের রেশ এসে পড়ল ত্রিপুরায়।

ত্রিপুরার আঞ্চলিক দল আইপিএফটি নতুন করে পৃথক রাজ্য গঠনের দাবি করছে। আইপিএফটির রাজ্য সভাপতি এন সি দেববর্মা জানিয়েছেন, তারা এ দাবিতে আগামী ২৩ আগস্ট রাজধানী আগরতলাতে সমাবেশের ডাক দিয়েছেন।

তিনি জানান, ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে কেন্দ্র করে পৃথক রাজ্য গঠনের দাবি জানাচ্ছেন তারা।

সংবিধানের ২ নম্বর ধারা মোতাবেক তারা কেন্দ্রীয় সরকারের কাছে পৃথক রাজ্য গঠন করার দাবি জানাচ্ছেন। তিনি জানান, ওই দিন সমাবেশের পর তারা রাজ্যপালের সাথে দেখা করে তার হাতে পৃথক রাজ্য গড়ার স্মারকপত্র জমা দিবেন।

এন সি দেববর্মা আরও জানিয়েছেন, এ রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ দিন ধরেই বঞ্চিত। তারা আর্থিক, রাজনৈতিক ও সামাজিক দিক থেকে শোষণের শিকার। একমাত্র পৃথক রাজ্য গঠনই তাদেরকে এ পিছিয়ে পরা থেকে মুক্তি দিতে পারে।

তবে তিনি স্পষ্ট করে দেন যে, পৃথক রাজ্য গঠনের দাবি জানালেও তারা এ দাবি নিয়ে কোন হিংসাত্মক আন্দোলনে যেতে চান না। তারা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই ত্রিপুরাকে ভেঙ্গে আলাদা রাজ্য গঠনের পক্ষপাতী।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।