ঢাকা: শিশুকে বুকের দুধ কিভাবে খাওয়াতে হয় এ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন চীনের হেনান প্রদেশের অধিবাসী ইয়ান জুন।
পড়াশোনা শেষে এ নিয়ে একটি পরামর্শক প্রতিষ্ঠানও খুলে বসেছেন তিনি।
পরিস্থিতি এমন হয়েছে, এ ব্যবসার দোকান তাকে বন্ধ করে দিতে হবে। কেননা সন্দেহপ্রবণ স্বামীরা স্ত্রীর স্তন জুনকে ম্যাসাজ করতে দিতে চান না।
দুধ উৎপাদন করতে প্রায় ৯০ মিনিট নারীদের স্তনে ম্যাসাজ করেন ২৯ বছর বয়সী জুন। এখন তার নিয়মিত মক্কেলের সংখ্যা মাত্র ২ জন। প্রতি সেশন ম্যাসাজের জন্য তারা তাকে মাত্র ২০ মার্কিন ডলার দিতে আগ্রহী।
জুন বলেন,‘ আমি ভাবতে শুরু করেছি, এটি ভালো ধারণা ( আইডিয়া) ছিল না। স্বামীরা খুবই সন্দেহপ্রবণ। ’
জুনের সঙ্গে যেসব নারী প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের কাছে শত শত মক্কেল কিন্তু যখন কোনো স্বামী শুনে সে (জুন) পুরুষ তখনই তারা মুখ ফিরিয়ে নেন বলে জানান তিনি।
নিজের দক্ষতা প্রকাশ করার জন্য জনগণের কাছে সুযোগ চেয়েছেন জুন।
তিনি বলেন, ‘আমি দেহতত্ত্ব, ম্যাসাজ, আকুপাংচার নিয়ে পড়াশোনা করেছি এবং আমি খুবই দক্ষ। আমাকে একজন চিকিৎসক বা নার্স হিসেবে ভাবা উচিত জনগণের। ’
জুনসহ চীনে এ ব্যতিক্রমী পেশায় নিয়োজিত রয়েছেন তিন পুরুষ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com