ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডনবাসী নারী হত্যার অভিযোগে একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, আগস্ট ৩, ২০১৩

ঢাকা: পূর্ব লন্ডনবাসী এক নারীকে হত্যার অভিযোগে বশির মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ব্রিটিশ নাগরিক রেহানা বেগম (৪৩) বাংলাদেশের সুনামগঞ্জে খুন হন।



স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বিবিসিকে জানায়, রেহানা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করার কারণেই খুন হন। বিয়ের প্রস্তাব প্রত্যাখানের বিষয়টির সম্ভাব্যতার ওপর জোর দিচ্ছে পুলিশ।

বশির মিয়াকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বশির মিয়া রেহানা বেগমের স্বামীর আত্মীয়। পুলিশ সন্দেহ করছে সেই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে খুঁজে বেড়াচ্ছে।

ময়নাদতন্ত প্রতিবেদন অনুযায়ী রেহানা বেগমকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। তাকে সুনামগঞ্জের জগন্নাথপুরে তার গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে।

শুক্রবার নিহতের পরিবারের এক সদস্য বিবিসিকে জানায়, ছুটি কাটাতে রেহানা তার স্বামী ও সন্তানসহ ১৭ জুলাই গ্রামে আসেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই গ্রামে এসেছিলেন।

ওই ব্যক্তি আরও জানান, গহনা ও টাকার জন্য চার ব্যক্তি মিলে রেহানাকে কুপিয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।