ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে ২ জঙ্গি ১ সেনা হত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, আগস্ট ৪, ২০১৩

নয়াদিল্লি: কুপওয়ারার লাইন অব কন্ট্রোল-এ সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির। প্রাণ হারিয়েছেন এক জওয়ানও।

উত্তর কাশ্মীরে গত ছ‘দিনে সেনার গুলিতে মৃত্যু হয়েছে মোট ১৪ জন অনুপ্রবেশকারীর।

শনিবার রাতে কুপওয়াড়ার তাণ্ডঘার সেক্টরে ফের শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ, যাতে মৃত্যু হয় দুই জঙ্গিসহ এক সেনার। সংঘর্ষের জায়গা থেকে উদ্ধার হয়েছে একটি এ কে-৪৭ রাইফেল সহ তিনটি ম্যাগাজিন এবং তিনটি স্লিপিং ব্যাগ।

কুপওয়ারার হাফরুদা জঙ্গল থেকে মেলে আরও এক জঙ্গির দেহ। কয়েকদিন আগেই গোয়েন্দারা অনুপ্রবেশের বিষয়টি কর্তৃপক্ষকে  জানানোর পরই কাশ্মীরে সতর্ক হয়ে ওঠে সেনা।

বাংলাদেশ সময় : ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৩
এসপি/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।